1. bdshamasundari@gmail.com : bdshamasundari : rone
  2. chattogramcrimenews@gmail.com : chattogramcrimenews : chattogramcrimenews
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

রাজ্যস্তরের ডাক টিকিট প্রদর্শনী– BONGOPEX নিয়ে একটি প্রেস কনফারেন্স করলেন, যোগাযোগ ভবনের প্রেক্ষাগৃহে

Reporter Name
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৫০ টাইম ভিউ

সমরেশ রায়,কলকাতা পশ্চিমবঙ্গ প্রতিনিধিঃ
আজ ১০ই নভেম্বর সোমবার, বিকেল ৪.৩০মিনিটে, ডাকবিভাগ ,ভারত সরকার, পশ্চিমবঙ্গ ডব্লিউবি সার্কেলের যোগাযোগ ভবনের প্রেক্ষাগৃহে, সিপিএমজি ও ডব্লিউবি সার্কেল কতৃক আয়োজিত, সায়েন্সসিটি কনভেনশন সেন্টারে ১৪ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত যে রাজ্যস্তরের ডাকটিকি প্রদর্শনী–“BONGOPEX ” অনুষ্ঠিত হতে চলেছে, আজ সেই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করলেন। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো, স্কুল ও কলেজের ছেলে মেয়েদের মূল বিষয় ও ডাক টিকিটের উপর দৃষ্টি আকর্ষণ করা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের প্রতিভাকে তুলে ধরা। তাই প্রদর্শনীর সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠানের ও আয়োজন করেছেন , সমস্ত স্কুল ও কলেজের ছেলে‌ মেয়েদের আহ্বান জানিয়েছেন এই প্রদর্শনীতে ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।

আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, চিফ পোস্টমাস্টার শ্রী অশোক কুমার, পোস্টমাস্টার মেইন এন্ড বিডি শ্রী সুপ্রিয় ঘোষ, পোস্টমাস্টার জেনারেল সাউথ বেঙ্গল রেজুয়ানেল শ্রী ঋজু গাঙ্গুলী সহ অন্যান্যরা।

এই প্রদর্শনী শুভ সূচনা করবেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস। এছাড়াও থাকবেন অন্যান্য অতিথিবৃন্দ।
তিনদিন ধরে থাকবে, বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা।

রাজ্যস্তরের এই প্রদর্শনী প্রথম শুরু হয় ২০১৯ সালে “একলা চলো রে” এই ট্র্যাক লাইন কে নিয়ে, কিন্তু করোনা অন্যান্য কারণে জেলা স্তরের দু একটি প্রদর্শনী হলেও রাজ্যস্তরে হয় না, তাই এবারে পোস্টমাস্টার দের উদ্যোগে, শুরু হতে চলেছে সায়ন্সসিটি কনভেনশন সেন্টারে , রাজ্য স্তরের ডাকটিকি প্রদর্শনী – BONGOPEX, এই প্রদর্শনীর মূল উদ্যোক্তারা আশাবাদী, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা প্রদর্শনী দেখে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করে উৎসাহ পাবে, নতুন কিছু করার পথ দেখবে। এই অনুষ্ঠানে দুটি গুরুপে ভাগ করা হয়েছে প্রতিটি প্রতিযোগিতা, যেকোনো প্রতিযোগিতায় সমস্ত স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে।

অনুষ্ঠানের প্রাক্কালে থাকছে- ফ্লিকটে স্ট্যাম্প এবং অন্যান্য ডাকটিকিট সংগ্রহের বিস্তৃত প্রদর্শনী, আজকের তরুণদের মধ্যে ফিলাটেলির প্রবনতা বৃদ্ধি করার উদ্দেশ্য।

১৪ ই নভেম্বর, উদ্বোধনের পর, নেতাদের দুর্গা পূজার উপর বিশেষ প্রচ্ছদ প্রকাশ, সুকুমার রায়ের আবোল তাবোল এর উপর ৮ নম্বর ছবির পোস্টার কার্ডের প্রকাশ, রচনা প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান, স্কুলের শিশুদের নিয়ে ডাকটিকিট সংরক্ষণ কর্মশালা, স্কুলের বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা,

১৫ই নভেম্বর অনুষ্ঠানে মধ্যে থাকছে , স্কুলের বাচ্চাদের স্ট্যাম্প ডিজাইন প্রতিযোগিতা, হেঙ্গেল রেনেসাঁর উপর বিশেষ প্রচ্ছদ প্রকাশ, স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা নয় এমন লেখালেখি প্রতিযোগিতা।

১৬ই নভেম্বর অনুষ্ঠানে মধ্যে থাকছে, বাংলা সিনেমার কমেডি অভিনেতা মীরে র বিশেষ প্রচ্ছদ, কিংবদন্তি কৌতুকশিল্পী ও চিত্রকর নারায়ন দেবনাথের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রচ্ছদের পুনঃপ্রকাশ, ফুটবলার অফ বেঙ্গলের উপর ছটি ছবির পোস্টকার্ড সেটের প্রকাশ।

১৭ই নভেম্বর অনুষ্ঠানের মধ্যে থাকছে, স্কুলের বাচ্চাদের সাথে কুইজ প্রতিযোগিতা, ম্যাজিশিয়ান পিসি সরকার সিনিয়র এর উপর বিশেষ প্রচ্ছদ প্রকাশ, ১৪ই নভেম্বর এর বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী, এবং সমাপ্তি অনুষ্ঠান।
সর্বশেষে জানালেন এই অনুষ্ঠানে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, এমনকি সকল স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মহাশয়দের। সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠান সুন্দরময় হয়ে উঠুক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By Zorex Zira