1. bdshamasundari@gmail.com : bdshamasundari : rone
  2. chattogramcrimenews@gmail.com : chattogramcrimenews : chattogramcrimenews
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ফিলাটেলিক ডাকটিকিট প্রদর্শনী, “বঙ্গপেক্স ২০২৫” এর শুভ সূচনা করলেন, রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস

Reporter Name
  • আপডেটের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬০ টাইম ভিউ

সমরেশ রায়,কলকাতা পশ্চিমবঙ্গঃ
আজ ১৪ই নভেম্বর শুক্রবার, ঠিক সকল ১১.৩০ মি , পশ্চিমবঙ্গ সার্কেল ডাক বিভাগ,ভারত সরকার আয়োজিত, এবং চিফ পোস্ট মাস্টার অশোক কুমার এর উদ্যোগে, সায়েন্স সিটি অডিটোরিয়াম এর গ্ৰাউন্ড ফ্লোরে, ফিলাটেলিক ডাক টিকিট প্রদর্শনী, “বঙ্গপেক্স ২০২৫” শুভ সূচনা করলেন, মাননীয় রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস। ফিতে কাটার মধ্য দিয়ে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন, এর সমস্ত ডাক টিকিটের প্রদশর্নী ও মূল্যবাস সংগ্রহ করা জিনিস গুলি ঘুরে ঘুরে পরির্দশন করলেন, তাহার মূল অডিটোরিয়ামে গিয়ে সকলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অন্যান্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস, অভিনেত্রী ও কোরিওগ্রাফার, ডান্সার, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মমতা শঙ্কর, নেতাজী গবেষণা ব্যুরোর পরিচালক ড: সুমন্ত বোস, পিসিআই এর মহাসচিব শ্রী রাজেশ বাগরী, পিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি মধুকর দেওগাঁওকা,চিফ পোস্ট মাস্টার শ্রী অশোক কুমার, পোস্ট মাস্টার জেনারেল মেনস এন্ড বিডি শ্রী সুপ্রিয় ঘোষ, পোস্ট মাস্টার জেনারেল সাউথ বেঙ্গল রেজু, শ্রী রিজু গাঙ্গুলী সহ অন্যান্যরা।

মঞ্চে একে একে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে, হাতে পুষ্পস্তবক ও শারক দিয়ে সন্মানিত করেন। এরপর একে একে প্রবন্ধ দুটির প্রকাশ একটি নেতাজী দূর্গা পূজা এবং ৮টি ছবির পোস্টারের একটি সেটের প্রকাশ করেন, বেশ কয়েকজন পরিচালক ও কবিদের স্মৃতির উদ্দেশ্যে।

এই অনুষ্ঠান ও প্রর্দশনী চলবে ১৪ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত, সকলের দেখার ও সংগ্ৰহের সুযোগ থাকছে, প্রবেশের জন্য কোনো রকম এন্ট্রি ফ্রি লাগছে না, এবং সকল প্রতিযোগিতায় স্কুল, কলেজ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারেন।

এই প্রদর্শনী ও প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো, তরুণ প্রজন্মের মধ্যে ডাকটিকিট এবং ডাকটিকিট সংগ্রহের মনোভাবকে উৎসাহিত করা, অন্যান্য ডাকটিকিট সংক্রান্ত কার্যক্রম এর বিস্তৃত সংগ্রহ।

এই কয়েকদিনের অনুষ্ঠানে থাকছে, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, ফিলাটেলিক ওয়ার্কশপ, স্ট্যাম্প ডিজাইনিং প্রতিযোগিতা, চিংড়ি লেখা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকছে স্কুলের শিক্ষার্থীদের জন্য বসার ও আঁকার প্রতিযোগিতা

আর থাকছে সর্বশেষে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এই প্রদর্শনী শুরু হয়েছিল ২০১৯ সালে- একলা চলো রে, ট্র্যাক লাইনের মধ্য দিয়ে। এর বিভিন্ন কারণে ও করোনার প্রকোপ ঘটায় রাজ্য স্তরে না হলেও,‌ জেলা স্তরে কয়েক জায়গায় করা হয়েছিল , এবারে সবার সহযোগিতায় শুরু হলো “বঙ্গপেক্স ২০২৫ “। আশা করছি এই ফিলাটেলিক বঙ্গপেক্স ২০২৫ ‌সকলের মন কারবে এমনকি সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের। এবারের প্রর্দশনীতে বহু পুরানো মূল্যবান টিকিট ঠাঁই পেয়েছে,
আজ আমারা ধন্যবাদ জানাবো সকল স্কুলের ছাত্রছাত্রীদের এবং আমার সহ কর্মীদের, সবাই যে ভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে মঞ্চকে ভরিয়ে তুলেছেন ও আলোকিত করে রেখেছিলো, আজ দেখতে দেখতে এক লক্ষ পঁয়ষট্টি হাজারেরও বেশী পোস্ট অফিস এর ব্রাঞ্চ খুলতে পেরেছি, সাধারণ মানুষকে আমাদের সহকর্মীরা পরিষেবা দিচ্ছেন।

মাননীয় রাজ্যপাল সংক্ষেপে বলেন , প্রথমে ধন্যবাদ দেব চিফ পোস্ট মাস্টারকে, এই রকম একটি সুন্দর প্রর্দশনী ও অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং প্রর্দশনীর মধ্য দিয়ে মূল্যবান ও দুর্লভ জিনিস তুলে ধরার জন্য, সকল ছাত্রছাত্রীদের ফিলাটেলিক মধ্য দিয়ে নতুন চিন্তায় উৎসাহ করানোর জন্য। এবং স্মরনীয় মানুষদের জন্য নতুন ভাবনা আনার জন্য। তাহাদের নিয়ে কিছু সৃষ্টি করার জন্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By Zorex Zira