1. bdshamasundari@gmail.com : bdshamasundari : rone
  2. chattogramcrimenews@gmail.com : chattogramcrimenews : chattogramcrimenews
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

এস আই আর ‘ র বিরুদ্ধে- কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল- প্রতিবাদ সভা করলেন।

Reporter Name
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ টাইম ভিউ

সমরেশ রায়,কলকাতা (পশ্চিমবঙ্গ) প্রতিনিধি
আজ ১১ ই নভেম্বর মঙ্গলবার, ঠিক দুপুর তিনটায়, ধর্মতলা ডরিনা ক্রসিং এর সামনে, যে প্রতিবাদী মঞ্চে বাংলা ভাষা নিয়ে সভা করতেন, সেই মঞ্চে এস আই আর এর বিরুদ্ধে , কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল- প্রতিবাদ সভা করলেন। এই প্রতিবাদ সভা ২০ শে নভেম্বর পর্যন্তও চলবে টানা 10 দিন।।

আজকের প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা, ব্যাংকশাল কোর্টের আইনজীবীরা এবং সিটি সিভিল কোর্ট এর আইনজীবীরা, এছাড়াও বিভিন্ন জেলা থেকে বেশ কিছু আইনজীবী প্রতিবাদ সভায় উপস্থিত হন। প্রতিবাদ সভায় একটাই দাবী বৈধ ভোটারকে অবৈধ করতে দেব না। যে ঘটনা ঘটে গিয়েছে বিহারে, কয়েক লক্ষ বৈধ ভোটার কি অবৈধভাবে বাতিল করা হয়েছে। পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এস আই আর ‘র নামে কোন বৈধ ভোটারকে বাতিল করতে পারবেনা , সারা দেশে শুরু হয়েছে প্রতিবাদ সভা। জেলার কোর্টে কোর্টে চলছে এই প্রতিবাদ সভা, আগামীকাল আলিপুর জেলের সামনে চলবে এই এস আই আর এর বিরুদ্ধে প্রতিবাদ সভা।

আজকের এই প্রতিবাদ সবাই উপস্থিত ছিলেন, মাননীয় মন্ত্রী এবং লিগাল সেলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য, কাউন্সিলর ও অ্যাডভোকেট বৈশ্যানর চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন মিজোরামের এ্যাডভোকেট জেনারেল ও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের লিগ্যালসেল এর আইনজীবী বিশ্বজিৎ দেব, উপস্থিত ছিলেন কাউন্সিলর অনিন্দ্য রাউত, এডভোকেট গৌতম দত্ত, হাইকোর্টের প্রাক্তন কনভেনার ও আইনজীবী তরুণ চ্যাটার্জী, গৌতম মল্লিক, সঞ্জয় বর্ধন, বার কাউন্সিলের মেম্বার শ্যামল ঘটক, আনসার মন্ডল, প্রসূন, অসীম, পিনাকী, মলয় মাইতি সহ অন্যান্যরা।

প্রতিবাদ সভা শুরুর আগে, কালকের ঘটনায় যে সকল নিরীহ মানুষের প্রাণ গিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করলেন। সবাই উঠে দাঁড়িয়ে।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎসহ সুব্রত বকশী মহাশয়ের নির্দেশ অনুসারী এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে সারা জেলা জুড়ে কোর্টে কোর্টে,মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল উত্তরবঙ্গ গিয়েছিলেন আজ তিনি ফিরেই স্বাস্থ্য দপ্তরে দেখা করতে যাবেন বলে জানান, প্রতিবাদ সভায় এসআই এর বিরুদ্ধে গর্জে উঠলেন প্রতিটি আইনজীবী এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তিনি জানান ২০০২ সালে কেন্দ্রীয় সরকার ভোটাধিকার আইনি কাজ করেছিলেন সেই কাজ ২০০৪ পর্যন্ত চলেছে, আর কয়েক মাস বাকী , তার মধ্যে দেশে 8 থেকে 9 কোটি মানুষের বৈধ অধিকার বার করতে সময় দিয়েছেন একমাস, যেখানে এখনো বি এল ও দের কাছে ফর্ম ছাপিয়ে সম্পূর্ণ পৌঁছায়নি। শুধু তাই নয়, এই এস আই এর নামে দেখা গেছে বিহারে ৬৭ লক্ষ বৈধ ভোটার বাদ পড়েছে।, যাদের ভোটাধিকার রয়েছে অথচ তাদেরকে ভোট থেকে হয়েছে, এমন কি বেশিরভাগ মেয়েদেরকে বাতিল করা হয়েছে বৈধ ভোটার থেকে।, কারণ আপনারা জানেন মেয়েরা যখন ছোট থাকে তখন মা-বাবার কাছে বড় হয়, বিয়ের পরে তাদের এ্যাড্রেস পরিবর্তন হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার এস আইরের নামে তাদের বৈধ ভোটার থেকে বাদ দিয়ে দিয়েছেন।, মেয়েরা আতঙ্কে রয়েছে, তাই নয় এই এস আই আর আতঙ্কে, বহু মানুষ প্রাণ হারাচ্ছেন আমরা কাগজ ও টেলিভিশন খুললেই দেখতে পাই, এর দায় কারা নেবে, এস আই আর আতঙ্কে যাদের প্রাণ হারাচ্ছে তাদের দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আপনারা এটাও জেনেছেন sায়ের এর নামে সোনালী বিবি ও সুইটি বিবিকে বাংলাদেশের জেলে থাকতে হয়েছিল, শুধু তা নয়, একটি অন্তঃসত্ত্বা মাকেও জেলে থাকতে হয়েছে, কেন্দ্রীয় সরকার এসআই আর এর নামে নিরীহ মানুষের উপরে অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছেন, আমরা তারই প্রতিবাদ করছি, যাতে একটিও বৈধ ভোটার বাদ না পড়ে, আপনারা এটাও জানেন, চৌঠা নভেম্বর থেকে যখন এস আই আর নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধর্মতলার বুকে বিশাল প্রতিবাদ মিছিল হয়, কারণ আমাদের নেত্রী সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

আপনাদেরকে আরো জানিয়ে রাখি, যদি আপনারা এসআইরের বিরুদ্ধে প্রতিবাদ না করেন, আগামী দিনে আপনাদেরকে প্রতিটা ক্ষেত্রে বিপদে পড়তে হবে, ব্যাংকে, গ্যাসে ,নোট বন্দিতে সব জায়গায় আপনাদেরকে বিপদে ফেলবে।

মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেভাবে জেলা জুরে প্রতিবাদে নেমেছেন, এবং আজকে উপস্থিত হয়েছেন, আমার তরফ থেকে আপনাদেরকে গৈরিক অভিনন্দন, শুধু একটা কথাই বলবো, যে সকল এলাকায় এস আই আর চলছে, আপনারা আইনের কাজের ফাঁকে, একটু এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, সাধারণ মানুষকে বোঝান, যাতে কোনোভাবে আতঙ্কে আতঙ্কে সৃষ্টি না হয় সাধারণ মানুষের, হাতি ভালোভাবে বৈধ ভোটাররা ফরম ফিলাপ করতে পারে, এইটুকু অনুরোধ আপনাদের কাছে আমার তরফ থেকে, আমরা আবার দেখিয়ে দিতে চাই 2026 এর ভোট, ২০২৬ এর ভোটে কেন্দ্রীয় সরকারকে বাংলা থেকে হটানোর জন্য আমাদের বদ্ধপরিকর হতে হবে। ‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাতকে শক্ত করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By Zorex Zira